Site icon Jamuna Television

১১ মাস পর ৬ হাজারের নিচে দৈনিক মৃতের সংখ্যা

পুরো ১১ মাস পর করোনাভাইরাসে দৈনিক ৬ হাজারের নিচে মৃত্যু দেখলো বিশ্ব। মোট প্রাণহানি ৪৭ লাখ ছাড়িয়েছে।

সবশেষ গত বছর অক্টোবরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয় একদিনে। ২৪ ঘণ্টায় প্রাণহানির দিক থেকে শীর্ষে ছিলো রাশিয়ায়। রোববার (১৯ সেপ্টেম্বর) দেশটিতে মৃত্যুবরণ করে ৭৯৩ জন। অবশ্য সংক্রমণ শনাক্তে এখনও সবার ওপরে যুক্তরাষ্ট্র।

সাড়ে ৩২ হাজার মানুষের দেহে নতুনভাবে মিললো ভাইরাসটি। এদিন মার্কিন মুলুকে মৃত্যু হয় ৩১১ জনের। এছাড়া, মেক্সিকোয় ৭৬৫, মালয়েশিয়ায় ৩৭৬, ইরানে ৩৯১, ভারতে ২৯৬ ও ব্রাজিলে ২৩৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়।

বিশ্বে মোট শনাক্ত ২৩ কোটির কাছাকাছি।

Exit mobile version