Site icon Jamuna Television

স্বাস্থ্য অধিতদফতরের সেই ড্রাইভারের বিরুদ্ধে মামলার রায় আজ

বরখাস্তকৃত গাড়ি চালক মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ।

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদফরের বরখাস্তকৃত গাড়ি চালক মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ।

সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এ এই রায় হবার কথা রয়েছে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেকেকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

র‍্যাব জানায়, নিয়োগ, বদলী, কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মালেক। চলতি বছরের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেয় র‍্যাব। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ১৩ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

Exit mobile version