Site icon Jamuna Television

পাকিস্তানের মাদরাসায় উড়লো তালেবানের পতাকা

ছবি: সংগৃহীত

আফগানিস্তান যখন অন্তর্বর্তী সরকার নিয়ে ব্যস্ত, তখন প্রতিবেশী পাকিস্তানের মাদরাসায় উড়লো তালেবানের পতাকা। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, রোববার ইসলামাবাদের জামিয়া হাফসা মাদরাসায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের পুলিশ মাদরাসার প্রধান মৌলানা আব্দুল আজিজকে গ্রেফতার করেছে। এর আগেও মৌলানা আজিজের বিরুদ্ধে তালেবানের পতাকা তোলার অভিযোগ আছে।

ওই মাদরাসায় তালেবানের পতাকা ওড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ঢোকায় পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। পতাকা নামাতে বললে অস্ত্র উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেয়ার অভিযোগ উঠেছে মাদরাসার প্রধানের বিরুদ্ধে।

ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, মৌলানা আজিজ বার বার এই ধরনের কাজ করেছেন বলে পুলিশের খাতায় রেকর্ড আছে। কিন্তু পাকিস্তানের আইনে পতাকা তোলায় কোনো নিষেধাজ্ঞা নেই। আইনের এই সুযোগ নিয়েই বার বার ছাড় পেয়ে যান ওই ব্যক্তি।

ইউএইচ/

Exit mobile version