Site icon Jamuna Television

সোনা-রূপায় মোড়া মিষ্টি বিক্রি হচ্ছে মহারাষ্ট্রে, দাম শুনলেই চোখ হবে চড়কগাছ

ছবি: সংগৃহীত

প্রতিকী নয়। খাঁটি স্বর্ণে মোড়া মিষ্টি বিক্রি হচ্ছে ভারতের মহারাষ্ট্রের একটি দোকানে। ‘গোল্ডেন মোদক’ নামের এই মিষ্টির দাম প্রতি কেজি ১২ হাজার রুপি! মিষ্টির দাম শুনে বেঁহুশ হওয়ার জোগাড় হলেও ক্রেতার অভাব হচ্ছে না দোকানীর। পেয়েছেন আরও অর্ডার, জমিয়ে চলছে ব্যবসা।

মূলত, গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিভিন্ন দোকানেই নানা রকমের মোদক বিক্রি হয়। তাদের উপকরণ ও স্বাদ আলাদা। মোদককে গণেশের প্রিয় খাবার হিসেবে ধরা হয়। তাই এই সময় বিক্রেতাদের বেচা-বিক্রিও হয় ঢের। তাই বলে সোনার মিষ্টি!

চমক কিন্তু এখানেই শেষ নয়। মহারাষ্ট্রের সাগর সুইটস নামের এই দোকানে পাওয়া যাচ্ছে রূপায় মোড়া মিষ্টিও। এর দাম যদিও স্বর্ণের চেয়ে কিছুটা কম, ১ হাজার ৪৬০ রুপি প্রতি কেজি। তবে এ মাদককে ‘সিলভার মোদক’ বলা যাবে কি না তা বলেননি দোকানী।

পাশাপাশি, স্বর্ণের মিষ্টি কি আসলেই সোনা দিয়ে তৈরি? কী ভাবে মেশানো হয়েছে সোনা এবং তা কত ক্যারাটের? এ সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন দোকানের মালিক। এরপরও এই দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা।

Exit mobile version