Site icon Jamuna Television

সারাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় সুষ্ঠু নির্বাচন হবে এরকম বলিনি: ইসি কবিতা

নির্বাচন কমিশনার কবিতা খানম। ফাইল ছবি

সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় শুধু সুষ্ঠু নির্বাচন হবে এমন কথা বলিনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, সম্পূর্ণ পরিবর্তন ও বিকৃত করে বিভিন্ন অনলাইনে এই সংবাদ এসেছে। মিথ্যা বিষয় নিয়ে টকশোতে আলোচনা খুবই দুঃখজনক।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন নওগাঁতে আমার জন্ম। সারাদেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক এটা আমি চাই না। এজন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানাবো।

ইউএইচ/

Exit mobile version