Site icon Jamuna Television

সিরিজ বাতিলে বিশাল ক্ষতির মুখে পিসিবি

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাথে সিরিজ বাতিল হওয়ায় ১৩ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান অবশ্য মনে করেন সবচেয়ে বড় ক্ষতি বিশ্বাসযোগ্যতার অভাব। যে কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরও শঙ্কার মুখে পড়েছে।

নিউজিল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণের আশাও ছাড়তে হচ্ছে পাকিস্তানকে। রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড মনে করে না যে সেটা সম্ভব। ডন পত্রিকাকে পিসিবি জানিয়েছে, আইসিসি এসব ব্যাপারে কিছুই করেনি। যেহেতু আইসিসিতে ভারতের লবি অনেক বেশি শক্তিশালী, তাই এ ধরনের বাস্তবতায় নিউজিল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে পাকিস্তান সফল হতে পারবে বলে মনে করে না তারা।

এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তা হুমকির কারণে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড।

/এম ই

Exit mobile version