Site icon Jamuna Television

৩৫ কে‌জির বাগাইড় বি‌ক্রি হ‌লো ৪৭ হাজা‌রে

৩৫ কে‌জির বাগাইড় বি‌ক্রি হ‌লো ৪৭ হাজা‌রে।

রাজবাড়ী প্র‌তি‌নিধি:

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদী‌তে নুরু হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে‌ছে ৩৫ কে‌জি ওজ‌নের বিশাল আকৃতির এক‌ বাগাইড় মাছ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ‌টি বি‌ক্রির জন্য দৌলত‌দিয়া ঘাট এলাকায় আনলে ঘাঁটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কে‌জি দ‌রে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় মাছ‌টি কি‌নে নেন।

প‌ড়ে তি‌নি মাছ‌টি ঢাকার কাচপু‌রে ১ হাজার ৩৫০ টাকা কে‌জি দ‌রে মোট ৪৭ হাজার ২৫০ টাকায় বি‌ক্রি ক‌রেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনগণ।

এর আগে বিকা‌লে দে‌ৗলত‌দিয়া এলাকার পদ্মায় বিশাল আকৃতির বাগাইড়‌টি নুরু হালদা‌রের জা‌লে ধরা প‌ড়ে।

Exit mobile version