Site icon Jamuna Television

নেচে গেয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশন মাতালো বিটিএস

ছবি: সংগৃহীত।

বিটিএস ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ডের খ্যাতি এখন বিশ্বজুড়ে। এই ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে ২ কুল ৪ স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে।

তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। বিটিএস এখন পশ্চিমের দুনিয়ায়ও দারুণ প্রভাবশালী। বিশ্বের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে তারা নিয়মিত খবরের বিষয়। তাদের সাফল্যের ঢেউও যেন থামে না।

সেই সাফল্যের ধারাবাহিকতায় আজ সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনেও অংশ নিয়েছে। তারা আজ সাধারণ অধিবেশনে ‘পারমিশন টু ডান্স’ গান পরিবেশোনা করে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ব্যান্ড দল বিটিএস সদস্যদের আনুষ্ঠানিকভাবে “ভবিষ্যত প্রজন্ম ও সংস্কৃতির জন্য বিশেষ দূত হিসেবে মনোনীত করে গত জুলাইয়ে।

সাধারণ অধিবেশনের ভাষণে তাদের দলপতি কিম নামজুন বলেন, এখানে এত বড় মঞ্চে আসতে পেরে আমরা খুবই খুশি। ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা কাজ করে যাব। জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক মহামারিতেও কীভাবে টিকে থেকে সামনে এগিয়ে যাওয়া যায় আমরা তাই নিয়েই কাজ করব। আর আমাদের সঙ্গী হবে এই তরুণ প্রজন্ম।

জাতিসংঘ এই বিষয়ে আজ একটা টুইট করেছে। সেখানে তারা লিখেছে, বিটিএস আমাদের মাঝে অনেকদিন পর ফিরে এসেছে। তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, কোভিড ভ্যাকসিন ও সকল প্রতিকুলতার মধ্যেও নিজেদেরকে এগিয়ে যাওয়ার বার্তা দিতে এসেছে।

Exit mobile version