Site icon Jamuna Television

শেষপর্যন্ত পরাজয় এড়ালো বার্সেলোনা

শেষ সময়ের গোলে পরাজয় এড়ালো বার্সেলোনা। ঘরের মাঠে গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

ন্যু ক্যাম্প এদিন পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সেলোনা। তাতেও ভাগ্য পরিবর্তন হয়নি। ম্যাচের দুই মিনিটে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গ্রানাডাকে লিড এনে দেন দোমিনগোস দুয়ার্তে। ১৮ মিনিটে সার্জিও রবার্তোর শট ক্রসবারের প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের শেষ দিকে রোনাল্ড আরাহোর হেড প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন গ্রানাডা গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো।

তবে ম্যাচের শেষ দিকে দারুণ এক হেডে ঠিকই গোলের দেখা পান আরাহো। এই ড্রয়ে চার ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে আছে বার্সেলোনা।

Exit mobile version