Site icon Jamuna Television

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্ব শুরু

ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব করোনা মহামারির কারণে এবার সংস্থাটির ১৯৩ সদস্য রাষ্ট্রের এক তৃতীয়াংশ নেতা ভিডিও বার্তা পাঠাচ্ছেন।

এবারের অধিবেশনের দ্বিতীয় বক্তা থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সূচনা বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ধারণা করা হচ্ছে মূল পর্বে বিশ্ব নেতাদের ভাষণে প্রাধান্য পাবে করোনা মহামারি, টিকার সুসম বণ্টন নিশ্চিত, জলবায়ু পরিবর্তন ও আফগানিস্তানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু।

এছাড়া মূল অধিবেশনের বাইরেও বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাষ্ট্র নেতারা। মূল অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২৪ সেপ্টেম্বর।

ইউএইচ/

Exit mobile version