Site icon Jamuna Television

এবার পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ডও

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডও বাতিল করেছে পাকিস্তান সফর। আগামী অক্টোবরে দেশটির পুরুষ ও নারী দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত দেশটির ক্রিকেট বোর্ড, ইসিবির।

চলমান নিরাপত্তা শঙ্কায় ক্রিকেটারদের মানসিক ও শারীরিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি ইসিবির।

এর আগে নিউজিল্যান্ড একেবারে শেষ মুহূর্তে এসে পাকিস্তান সফর বাতিল করলে শঙ্কা জাগে ইংলিশদের সফর নিয়েও। শেষ পর্যন্ত সেটি সত্যি করে পাকিস্তানে না আসার সিদ্ধান্ত দেশটির। আগামী অক্টোবরে নির্ধারিত এই সফরে দুটি করে টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের।

এরপর পুরুষ দল ফিরে গেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো ইংলিশ নারী ক্রিকেট দলের। এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তানে খেলতে আসার কথা ছিলো ইংল্যান্ডের।

Exit mobile version