Site icon Jamuna Television

যেসব শর্তে নভেম্বর থেকে উঠছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের ফলে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃবিতে হোয়াইট হাউজ বলেছে, নভেম্বর থেকে করোনা ভাইরাসের পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে। বিবৃতি অনুযায়ী, প্রবেশকারীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হলেও কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা আর থাকছে না।

হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক বলেন, মূলত যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দাবি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলো। তাদের কথা বিবেচনা করেই নিসেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পাওয়া ভ্যাকসিন ছাড়া অন্যান্য ভ্যাকসিন নিলে দেশটিতে ভ্রমণ করা যাবে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত বছর মার্চে দেশটিতে ভ্রমণ নিষেদ্ধাজ্ঞারোপ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version