Site icon Jamuna Television

টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ। তিন দিনের ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা শহরে।

সোমবার ১৩৬ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ সড়ক। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিমানবন্দরের রানওয়েতেও। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।

বন্যায় গণপরিবহন চলাচল ব্যাহত হচ্ছে, ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। আবহাওয়ার পূর্বাভাসের তারা জানিয়েছে, এ অবস্থা বুধবার পর্যন্ত চলবে।

এদিকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদীর পানি। কর্তৃপক্ষ বলছে, পানি নিরসনে ‘লক গেইট’ বন্ধ থাকায় শহরে কয়েকদিন স্থায়ী হতে পারে জলাবদ্ধ পরিস্থিতি।

ইউএইচ/

Exit mobile version