Site icon Jamuna Television

সূর্যসন্তানের মুখ দেখলেন লিওনেল মেসি

আবারও বাবা হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এক মাস আগেই জানিয়েছিলেন জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোর কোলজুড়ে আসছে তাদের তৃতীয় সন্তান। ঠিক করে রেখেছিলেন নামটাও- ‘চিরো’। গ্রিক ও লাতিন ভাষায় যার অর্থ ‘সূর্য’। গতকাল বার্সেলোনায় সেই সূর্যসন্তানের মুখ দেখলেন মেসি-রোকুজ্জো দম্পতি।

ভক্তদেরও বঞ্চিত করেননি মেসি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোকুজ্জোসহ গোটা পরিবারের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। রোকুজ্জোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, মা–বাবাসহ সবার হাসিমুখ। বোঝাই যাচ্ছে, ভীষণ খুশি মেসি-রোকুজ্জো দম্পতি।

এর আগে আরও দু’বার বাবা হওয়ার স্বর্গসুখ অনুভব করেছেন লিওনেল মেসি। প্রথম সন্তানের নাম থিয়াগো, দ্বিতীয় সন্তান মাতে। এবার এল চিরো।

২০১৭ সালের ১ জুলাই বিয়ে করেন মেসি-রোকুজ্জো

এর আগে গতবছরের ১ জুলাই শৈশবের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন লিওনেল মেসি। যদিও বিয়ের আগেই দু’সন্তান নিয়েছেন তারা। সে হিসেবে বিয়ের পর ‘চিরো’ তাদের প্রথম সন্তানই বটে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version