Site icon Jamuna Television

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

এই দুর্ঘটনার ফলে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সাথে বন্ধ রয়েছে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী মালবাহী ট্রেনটি টঙ্গী পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ সারাদেশের সাথে বন্ধ থাকে ট্রেন চলাচল।

ঘণ্টাখানেক পর উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী লাইন খুলে দেয়া হয়। তবে এখনও সিলেট ও চট্টগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখনও দুর্ঘটনাকবলিত বগিগুলোর উদ্ধারকাজ শুরু হয়নি।

Exit mobile version