Site icon Jamuna Television

অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জায়গা দিতে দেরি করায় ল্যাব স্থাপনে বিলম্ব হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জায়গা দিতে দেরি করায় বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনে বিলম্ব হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শ্যামলীতে ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্যামলীর এই টিবি সেন্টার সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেবে বলে আশা করছি। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর যক্ষ্মায় মৃত্যুহার ৪৮ শতাংশ কমে গেছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ল্যাবের জায়গা খুঁজে বের করা মন্ত্রীর কাজ নয়, তবুও তা করতে হয়। করোনার সময়ে অক্সিজেনের তেমন কোনো অভাব হয়নি। যার কারণে মৃত্যুহার কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ইউএইচ/

Exit mobile version