Site icon Jamuna Television

জাতিসংঘ মহাসচিবের সাথে যা আলোচনা হলো বাইডেনের

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে জাতিসংঘের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা হয় দুজনের।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের সাথে সুসম্পর্ক আরও বৃদ্ধি করবে তার সরকার। তিনি আরও জানান, কোন একক দেশের পক্ষে আন্তর্জাতিক সংকট মোকাবেলা করা অসম্ভব। এসব কারণে জাতিসংঘের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই জো বাইডেনের প্রথম জাতিসংঘ অধিবেশন।

মূলত করোনা মহামারি থেকে মুক্তি এবং ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিতের ওপর গুরুত্ব দেবেন তিনি। আগস্টে আফগানিস্তান থেকে তড়িঘড়ি সেনা প্রত্যাহারের কারণে কঠোর সমালোচনার মুখে পড়েন বাইডেন। গেলো সপ্তাহেই চীনকে ঠেকাতে ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি ‘অকাস’ স্বাক্ষর করেও কোনঠাসা অবস্থায় আছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version