Site icon Jamuna Television

আবারও মাঠে ফিরছেন ফেদেরার

ছবি: সংগৃহীত

খারাপ সময় পেছনে ফেলে এবার নতুন লক্ষ্যে ছুটতে চান রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা রজার ফেদেরার। তৃতীয় দফায় হাটুর অস্ত্রোপচারের পর খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা ফেদেরার বছরের শুরু থেকেই মাঠের বাইরে ছিলেন। কঠিন সময়কে পেছনে ফেলে এখন তার লক্ষ্য নতুন চ্যালেঞ্জের দিকে। কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে লেভার কাপ। খুব শীঘ্রই মাঠে ফেরার কথা জানিয়েছেন তিনি। সেই সাথে সদ্য ইউএস ওপেন জয়ী তারকা দানিল মেদভেদেবের প্রশংসাও করেছেন ৪০ বছর বয়সী এই সুইস তারকা।

ফেদেরার বলেন, ইনজুরি থেকে ফেরার পর প্রতিটি দিনই একটি ভালো দিন। পরিবারের সাথে সময় কাটাতে পারছি তাই এটি রোমাঞ্চকর একটি সময়। আমি খুব ভালো ভাবেই সুস্থ হয়ে উঠেছি। চেষ্টা করলেই টেনিসের ক্যালেন্ডারের সবকটি গ্র্যান্ডস্লাম জেতা সম্ভব। আমার লক্ষ্য এখন নতুন চ্যালেঞ্জের দিকে।

Exit mobile version