Site icon Jamuna Television

বিসিবির নির্বাচনে পাপনের প্যানেল থাকবে না

ছবি: সংগৃহীত

কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শেষবারের মতো বৈঠকে বসেছিলেন বিসিবির বর্তমান পরিচালকরা। বৈঠক শেষে বিসিবি সভাপতি জানান নির্বাচনে কোনো প্যানেল থাকছে না।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নির্বাচনে আমার কোনো প্যানেল থাকবে না। যার ইচ্ছে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এবং নির্বাচন শেষে যে জিতবে সেই পরিচালনায় আসবে।

এছাড়াও তিনি জানান, আমি সভাপতি হতে চাই না। তবে সমর্থন দেয়ার জন্য পাশে আছি। এরপর কী হবে তা আমি জানি না।

কাউন্সিলর নির্বাচন সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, কাউন্সিলর পদের জন্য মোট ১৭১ জন ফর্ম জমা দিয়েছেন। কাউন্সিলর পদের তালিকা চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, বিসিবি প্রধানের দ্বিতীয় দফা দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। কিছুদিন আগে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নন বলে মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন।

Exit mobile version