Site icon Jamuna Television

বিক্রি হচ্ছে ভিরাট কোহলির গাড়ি, কিনতে পারেন যে কেউ

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলির ব্যবহৃত ল্যাম্বারগিনি গাড়ি এখন বিক্রি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে। ২০১৩ সালের গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপি। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গাড়িটির বিক্রেতা হলেন একজন ব্যবসায়ী। তিনি জানান, ২০১৫ সালে গাড়িটি কিনেছিলেন কোহলি। কিছুদিনের মধ্যে তা বিক্রি করে দেন তিনি।

তিনি আরও জানান, গাড়িটি খুব বেশি ব্যবহার করেননি এই ক্রিকেটার। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে। ২০২১ সালের জানুয়ারিতে এটা কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনে নেন এই ব্যবসায়ী।

গাড়িটি চার সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২৪ কিলোমিটার।

Exit mobile version