Site icon Jamuna Television

আইপিএলে রাতে মাঠে নামছে মোস্তাফিজের দল

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে মোস্তাফিজের দল রাজস্থান রয়েলস। প্রতিপক্ষ রাজস্থানের একধাপ নিচে থাকা পাঞ্জাব কিংস।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাইয়ের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় গণমাধ্যম বলছে পাঞ্জাবের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের খেলা অনেকটাই নিশ্চিত। এমনকি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর রাজস্থান রয়েলসের সম্ভাব্য একাদশেও আছেন মোস্তাফিজ।

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য একাদেশ সাজিয়েছে মোস্তাফিজকে রেখেই। তাদের মতে আজকের ম্যাচের একাদশ হবে, সাঞ্জু স্যামসন, এভিন লুইস, মানান ভোহরা, ডেভিড মিলার, শিবম দুবে, রাহুল তেওয়াতি, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, মোস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ছাড়াই বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে কেকেআর। সাকিব জায়গা না পেলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে রাজস্থান রয়েলসের একাদশে মোস্তাফিজের সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বেশ ফর্মেই রয়েছেন মোস্তাফিজ।

Exit mobile version