Site icon Jamuna Television

অবশেষে মুখ দেখাবেন রাখির স্বামী, আসছেন বিগ বসে!

ছবি: সংগৃহীত

বলিউডে নিজের নানা রকম কর্মকাণ্ড দিয়ে সবসময় চর্চায় থাকেন রাখি সাওয়ান্ত। এ নিয়ে দু’বছর হয়ে গেল বিয়ে করেছেন তিনি। তবে এখন পর্যন্ত তার স্বামীর দেখা মেলেনি। রাখি নিজেই এতদিন ক্যামেরার সামনে থেকে লুকিয়ে রেখেছিলেন। ত এবার সরতে চলেছে পর্দা।

শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর পরবর্তী সিজনে অংশগ্রহণ করবেন রাখির স্বামী রিতেশ। ২ অক্টোবর থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিতেশ নিজেই জানিয়েছেন বহুল চর্চিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা। ‘বিগ বস’-এর আগের পর্যায়েও অতিথি হয়ে আসার কথা ছিল রিতেশের। কিন্তু ব্যবসার কারণে সেখানে আসতে পারেননি তিনি।

সদ্য শেষ হওয়া বিগ বসের সিজনে ছিলেন রাখি নিজে। সেখানে একাধিক পর্বে তাকে তার স্বামীর কথা বলতে শোনা গেছে। এমনকি তার স্বামীর আগেও একটি বিয়ে ছিল এবং সেখানে তার সন্তানও রয়েছে বলে জানিয়েছিলেন রাখি।

Exit mobile version