Site icon Jamuna Television

অবশেষে সেন্সরে যাচ্ছে জয়ার ‘বিউটি সার্কাস’

ছবি: সংগৃহীত

সার্কাস শিল্পের সাথে জড়িত মানুষের টিকে থাকার গল্প নিয়ে অনুদানের সিনেমা বিউটি সার্কাস। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নির্মাতা সূত্রে জানা গেল, আগামী মাসে সেন্সরে জমা পড়বে সিনেমাটি। এখন সেন্সরের উপরেই নির্ভর করছে এ সিনেমার মুক্তি।

মাহমুদ দিদারের পরিচালনায় ছবিটিতে জয়া ছাড়াও রয়েছেন তৌকীর আহমেদ, ফেরদৌস আহমেদ, এবি এম সুমন এবং প্রয়াত হুমায়ুন সাধুসহ অনেকেই। ২০১৬ সালে অনুদান পেলেও বেশ কিছু কারণে থেমে থেমে হয় সিনেমার শুটিং। এরপর ২০১৯ সালে মুক্তি পায় সিনেমার টিজার।

সিনেমাটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও সে বছরে আটকে যায় মুক্তির প্রক্রিয়া। তবে বহু প্রতিক্ষার পর এবারে সেন্সরে জমা দেয়ার কথা জানা গেল।

ছবিটির শুটিং হয়েছে নওগাঁ ও মানিকগঞ্জে। সার্কাসের প্যাডেল টানিয়ে বেশ আয়োজন করে হয়েছে শুটিং। শুটিংয়ের সেটটিকে বাস্তবসম্মত করে সাজাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কলাকুশলীরা।

ছবির পোস্টারে জয়াকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। সার্কাসের বর্ণিল পোশাকে চেনা জয়াকে দেখা যাবে অন্য আঙ্গিকে। ছবির টিজার দেখেও বেশ আশাবাদী ভক্তরা। এখন শুধু অপেক্ষার পালা।

Exit mobile version