Site icon Jamuna Television

বিসিবি’র নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদকাল শেষ হচ্ছে চলতি মাসেই। এরই মাঝে ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্বাচনের তারিখ। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবি সূত্রে নির্বাচনের তারিখ জানা যায়। এছাড়াও এবার তিন ক্যাটাগারিতে ২৩জন পরিচালক নির্বাচিত হবেন বলে জানা যায়।

মঙ্গলবার বিসিবির বৈঠক শেষে বোর্ড সভাপতি জানায়, এবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন ১৭৪ কাউন্সিলর। তবে নির্বাচনে কাউন্সিলর/প্রতিনিধির নাম পাঠায়নি তিন সংস্থা। তাই ১৭১ জন কাউন্সিলরের মধ্যে থেকে মনোনয়নপত্র জমা দেবেন বিসিবি পরিচালক হতে আগ্রহীরা। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সেখান থেকেই নির্বাচিত হয়ে আসবেন বিসিবির ২৩ জন পরিচালক। যারা পরবর্তী চার বছর দায়িত্ব পালন করবেন।

Exit mobile version