Site icon Jamuna Television

স্বামী-স্ত্রী’র গরুচুরি চক্র, স্ত্রী গ্রেফতার

ছবি: অভিযুক্ত খাদিজা বেগম

বগুড়া ব্যুরো:

স্ত্রীর মালিকানাধীন ট্রাক নিয়ে চুরি করা গরু জেলায় জেলায় পাচার করতেন ইয়াসিন আলী। পুলিশের গরুচোরের তালিকায় থাকা ইয়াসিনের স্ত্রী খাদিজা বেগমকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গরু চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, ইয়াসিন-খাদিজা দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় গরুচুরির চক্র নিয়ন্ত্রণ করে আসছিল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সপ্তাহখানেক আগে উপজেলার রথবাড়ি এলাকায় একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক আটক করা হয়।

তিনি আরো বলেন, পুরুষের ছদ্মবেশে ওই নারী নিজের ট্রাক নিয়ে, গরু চোর স্বামী, চালক ও হেলপারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করতেন।

মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) খাদিজাকে গরুচুরির মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version