Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফেসবুকে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এ বছরের শেষ নাগাদ দেশে আসবে এসব টিকা। ফাইজারের ৭১ লাখ এবং মডার্নার ১৮ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও টিকা আনার ব্যাপারে আশা প্রকাশ করেন। ভ্যাকসিন প্রদানের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এনএনআর/

Exit mobile version