ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হেনেছে ক্যাটাগরি- ফাইভ হারিকেন ‘ইরমা’। এরপর তার গন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। আবহাওয়াবীদরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি আটলান্টিকের সবচেয়ে শক্তিশালী ঝড়।
উপকূলীয় এলাকাগুলোতে ঘণ্টায় ১৮০ মাইল বেগে বইছে বাতাস। ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে। এরইমধ্যে, ব্যাহত হয়েছে ঐ এলাকার বিমান ও নৌ চলাচল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, এরপরই ঝড়টির কবলে পড়বে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।
এরইমধ্যে, আমেরিকার পূর্ব উপকূল, ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।সেখানে, হারিকেনের প্রভাবে ঝড়ো বাতাসসহ চলছে তুমুল বৃষ্টি। নিরাপত্তার স্বার্থে উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরানো হয়েছে কয়েক হাজার অধিবাসীকে। বন্ধ রাখা হয়েছে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান।

