Site icon Jamuna Television

আঘাত হেনেছে হারিকেন ‘ইরমা’

ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হেনেছে ক্যাটাগরি- ফাইভ হারিকেন ‘ইরমা’। এরপর তার গন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। আবহাওয়াবীদরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি আটলান্টিকের সবচেয়ে শক্তিশালী ঝড়।

উপকূলীয় এলাকাগুলোতে ঘণ্টায় ১৮০ মাইল বেগে বইছে বাতাস। ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে। এরইমধ্যে, ব্যাহত হয়েছে ঐ এলাকার বিমান ও নৌ চলাচল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, এরপরই ঝড়টির কবলে পড়বে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

এরইমধ্যে, আমেরিকার পূর্ব উপকূল, ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।সেখানে, হারিকেনের প্রভাবে ঝড়ো বাতাসসহ চলছে তুমুল বৃষ্টি। নিরাপত্তার স্বার্থে উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরানো হয়েছে কয়েক হাজার অধিবাসীকে। বন্ধ রাখা হয়েছে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান।

Exit mobile version