Site icon Jamuna Television

জামিন চেয়ে হাইকোর্টে রফিকুল মাদানী

জামিন চেয়ে হাইকোর্টে রফিকুল মাদানী

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানী দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। তিনি জানান, ময়মনসিংহে করা এক মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় জামিন আবেদন করা হয়েছে।

উল্লেখ্য ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়।

১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে।

এনএনআর/

Exit mobile version