Site icon Jamuna Television

জাতিসংঘে রাষ্ট্রদূত নিযুক্ত করলো তালেবান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের আসন্ন বার্ষিক অধিবেশনে একটি আসন চায় তালেবান। বিশ্ব দরবারে নিজেদের লক্ষ্য তুলে ধরতে এবং আফগানিস্তানের প্রতিনিধিত্ব চায় তারা। এজন্য তালেবানের অন্যতম মুখপাত্র সুহেল শাহিনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

তবে রাষ্ট্রদূত নিযুক্ত করেই জাতিসংঘে ঢুকতে পারবে না তালেবান। তার জন্য প্রয়োজন অনুমোদন। এজন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের কাছে একটি আবেদনপত্রও পাঠানো হয়েছে তালেবানের পক্ষ থেকে।

প্রক্রিয়া অনুযায়ী, তালেবানের এ আবেদন নিয়ে বিশেষ বৈঠকে বসবে জাতিসংঘ। তবে আগামী সোমবারের আগে সে সম্ভাবনা নেই। তাই জাতিসংঘের আসন্ন বার্ষিক অধিবেশনে তালেবান থাকতে পারবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

Exit mobile version