Site icon Jamuna Television

বিশ্বে করোনার মোট সংক্রমণ ২৩ কোটি ছাড়ালো

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন সারা বিশ্বের ২৩ কোটির বেশি মানুষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার বেলা ১২টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮২৭ জন মানুষ। মারা গেছে ৪৭ লাখ ২২ হাজার ৯১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন। মারা গেছে ৬ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন।

৩ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৪৯৮ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪৫ হাজার ৮০১ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯১ হাজার ৫১৮ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়। যুক্তরাজ্যে ৭৪ লাখ ৯৬ হাজার ৫৪৩ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৩ লাখ ১৩ হাজার ৮৫১ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৯৯ হাজার ৮০৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৮। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ২৬ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ২৭৭ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৫৬২ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনএনআর/

Exit mobile version