Site icon Jamuna Television

ট্রাক মালিকদের কর্মবিরতি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ট্রাক মালিকদের কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতি ডাকা দুটি সংগঠনের নেতারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যোগ দিতে সকাল ১১টার পর সচিবালয়ে আসেন কর্মবিরতি ডাকা দুটি সংগঠনের নেতারা।

১৫ দফা দাবিতে সোমবার (২০ সেপ্টেম্বর) কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version