Site icon Jamuna Television

মোদি-ম্যাকরন ফোনালাপে সহযোগিতামূলক আচরণের অঙ্গীকার

ছবি: সংগৃহীত

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক আচরণের অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দু’নেতার মাঝে ফোনালাপ হয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এ তথ্য।

দু’দেশের সম্পর্কে আস্থা এবং পারস্পরিক সম্মান বজায় রাখার কথা বলেন মোদি ও ম্যাকরন। এ সময় ভারতের প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস দেন ফরাসি প্রেসিডেন্ট। আফগানিস্তানসহ অন্যান্য আন্তর্জাতিক সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা।

সম্প্রতি, ফ্রান্সের সাথে করা ৪০ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। পরিবর্তে মার্কিন-ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করে কমপক্ষে আটটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করবে দেশটি। ত্রিদেশীয় এই চুক্তিতে চরম ক্ষুব্ধ ফ্রান্স এই ঘটনাটিকে পিঠে ছুরিকাঘাত হিসেবে আখ্যা দেয়। সেই সাথে ভারতের সাথে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিলো দেশটি।

/এম ই

Exit mobile version