Site icon Jamuna Television

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের মা-বাবা ও মামা রিমান্ডে

শিক্ষাবিদ ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত হামলাকারী ফয়জুলের বাবা-মা ও মামার রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিম আদালত। জানা গেছে, হামলাকারী ফয়জুলের বাবা ও মামাকে ৫ দিন এবং মাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (৩মার্চ) বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতেই ড. জাফর ইকবালকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে ফয়জুল। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন।

এর পর গণপিটুনি দিয়ে তাকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version