Site icon Jamuna Television

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ভারত

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে টুইট করে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যলায়। আজ রোববার দিল্লিতে বৈঠক শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে টুইটারে ছবি পোস্ট করা হয়।

তাতে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার টুইট করে বলেছেন, এই বৈঠকের মাধ্যমে ‘আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশির সাথে বন্ধু আরও শক্তিশালী হবে’।

তিনি আরও জানান, ‘দুই নেতা অন্যান্য ইস্যুর মধ্যে নানা উন্নয়নমূলক প্রকল্প এবং দুই দেশের মধ্যকার কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছেন।’

গত ৮ মার্চ ভারত সফরে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি আন্তর্জাতিক সোলার সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি আসাম ও মেঘালয়ে যান। আজ রোববার সকালে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ) অ্যান্ড সোলার সামিট-২০১৮’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে তার বক্তব্য পেশ করেন।

রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমদ তৌফিক এমপি ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।

Exit mobile version