Site icon Jamuna Television

কক্সবাজারে মুজিবের বাড়ি থেকে ১০ কোটি টাকার ‘আইস’ মাদক উদ্ধার

দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক মো. মুজিব।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ মিঠা পানিরছড়া এলাকায় বিজিবি জওয়ানেরা বসত-বাড়িতে তল্লাশী চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন আসামিকে আটক করেছে। যার বাজার মূল্য ১০কোটি টাকা।

বিজিবি সুত্র জানা যায়, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ বিজিবির বিশেষ একটি টহল দল গোপন সংবাদের মিঠা পানিরছড়া এলাকায় সোনা মিয়ার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালাতে থাকে। তখন পালানোর সময় সোনার মিয়ার পুত্র মো. মুজিবকে (২০) আটক করা হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত বাড়ির ফলস সিলিংয়ে অভিনব কায়দায় লুকানো ২কেজি ক্রিস্টাল আইস মেথ পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Exit mobile version