Site icon Jamuna Television

সিলেটে এটিএম বুথ লুটের ঘটনার মূল হোতা গ্রেফতার

ফাইল ছবি।

সিলেটের ওসমানিনগরে এটিএম বুথ লুটের ঘটনায় মূল হোতা জাহিদকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা নিরাপত্তারক্ষীকে বেঁধে লুটের ঘটনা ঘটায়। সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তারক্ষীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়।

Exit mobile version