Site icon Jamuna Television

এখনও সক্রিয় লা পালমা আগ্নেয়গিরি; অরেঞ্জ অ্যালার্ট জারি

গত রোববার থেকে চলছে লাভার স্রোত। ছবি: সংগৃহীত

চার দিন পরও সক্রিয় রয়েছে স্পেনের লা পালমা আগ্নেয়গিরি। আজ বুধবারও (২২ সেপ্টেম্বর) চলছে অব্যাহত ভয়াবহ লাভা উদগীরণ। ইয়েলো অ্যালার্টের পর জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

ক্রমাগত আগ্নেয় শৈলশিলা বিস্ফোরণে ছাই দিয়ে ছেয়ে গেছে গোটা ক্যানারি দ্বীপ। লাভার তীব্রতায় লাল হয়ে উঠেছে আকাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এখনও লাগামহীনভাবে ছড়াচ্ছে আগুন। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে এলাকার হাজার হাজার বাসিন্দাকে।

হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

এদিকে, তীব্র লাভার আগুনে পুড়ে গেছে অন্তত ১৮৫টি বাড়ি। ধ্বংস হয়েছে মাইলের পর মাইল একর ফসলি জমি আর খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ছয় হাজার মানুষ। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

লাভার উদগীরণে পুড়ে গেছে অনেক ঘর। ছবি: সংগৃহীত

আগ্নেয়গিরির ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গেল রোববার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সক্রিয় হয় ‘কুমব্রে ভিয়েজা’ আগ্নেয় শৈলশিলা। এর আগে ১৯৭১ সালে সক্রিয় হয়েছিল ক্যানারি দ্বীপের এই আগ্নেয়গিরিটি।

/এম ই

Exit mobile version