Site icon Jamuna Television

বিশ্বে বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু

বিশ্বে বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

বায়ুদূষণজনিত কারণে বছরে অকালমৃত্যু হয় ৭০ লাখ মানুষের। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ ভয়াবহ তথ্য।

মৃত্যু কমাতে বায়ুর মান নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ২০০৫ সালের পর প্রথমবারের মতো নির্ধারণ করা হলো বায়ুদূষণের সহনীয় মাত্রা।

ডব্লিউএইচও’র নির্দেশনা অনুযায়ী বার্ষিক গড় পিএম ২ দশমিক ৫ এর মাত্রা প্রতি কিউবিক মিটারে ১০ মাইক্রোগ্রাম থেকে ৫ মাইক্রোগ্রাম করা হয়েছে। পিএম ১০ এর মাত্রা করা হয়েছে ১৫ মাইক্রোগ্রাম। ডব্লিউএইচও’র নির্দেশনা মানলে বায়ুদূষণজনিত মৃত্যুহার ৮০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম। কার্বন নিঃসরণ কমানো’সহ অর্থনৈতিক পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান সদস্য রাষ্ট্রগুলোর প্রতি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, অর্থনৈতিক উন্নয়নে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার কারণে তৈরি হচ্ছে মারত্মক বায়ুদূষণ। এর ফলে ফুসফুস হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বস্তুকণা, নাইট্রোজেন ডাই অক্সাইডসহ অন্যান্য দূষণ তৈরিকারী উপাদানের উপস্থিতি কমাতে হবে। সেকারণেই বায়ুর মান নিয়ে এই নতুন নির্দেশনা।

এনএনআর/

Exit mobile version