Site icon Jamuna Television

অবশেষে জামিন হলো ঝুমনের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে বন্দি সুনামগঞ্জের ঝুমন দাসের জামিন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার ১ বছরের জামিনের এ আদেশ দেন। তবে আদালতের অনুমতি ছাড়া ঝুমন সুনামগঞ্জের বাইরে যেতে পারবে না বলেও আদেশে বলা হয়েছে।

এর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস গ্রেফতারকৃত সাবেক হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে জিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এছাড়া এই ঘটনার জেরে গত ১৭ মার্চ ঝুমনের বাড়িসহ সংখ্যালঘুদের গ্রামে হামলা চালানো হয়। হামলার ঘটনায় শাল্লা থানায় অজ্ঞাত পরিচয়সহ মোট দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে ৫২ জনকে গ্রেফতার করা হলেও সবাই এরইমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।

গ্রেফতারের ঘটনার পাঁচ দিন পর ঝুমন দাসের বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এখনও কোনো তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দেয়া হয়নি।

Exit mobile version