Site icon Jamuna Television

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে রোদেলার মৃত্যু হয়।

রোদেলা মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে। মেধাবী এই ছাত্রীর মৃত্যুতে স্কুলে শোকের ছায়া মেনে এসেছে।

সুবর্ণা ইসলাম রোদেলা মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। সবশেষ ১৫ সেপ্টেম্বর স্কুলে যায় সে। তিনদিন আগে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে প্রথমে বাসাতেই চিকিৎসা চলছিলো। অবস্থা খারাপ হলে গতকাল তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকার কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নেয়ার পথে মারা যায় সুবর্ণা।

এনএনআর/

Exit mobile version