Site icon Jamuna Television

মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে সৃজিতের জন্মদিন পালন মিথিলা-আয়রার

মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে সৃজিতের জন্মদিন পালন মিথিলা-আয়রার

ছবি: সংগৃহীত

শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনও ভালো কাজ করেছিলাম, জন্মদিনে মিথিলার পোস্ট করা ছবি নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের দেওয়ালে শেয়ার করে এমনটাই লিখেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আজ ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনের প্রথম প্রহরে মেয়ে আয়রা এবং স্ত্রী রফিরাত রশিদ মিথিলার সঙ্গে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন ‘বার্থ ডে ম্যান’। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিথিলা।

ক্যাপশনে লেখেন, হ্যাপি বার্থডে মিস্টার মুখার্জি। ছবিতে একেবারে সাদামাটা ভাবে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে সৃজিত-মিথিলাকে। সঙ্গে ছিলেন মেয়ে আয়রা। নানা স্বাদের খাবারে রসনাতৃপ্তি হয়েছে। জন্মদিনে কেকও কেটেছেন সৃজিত। মেয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেককে বধ করেছেন দু’জনে মিলে। বাবার কেক কাটার কাণ্ড দেখে হেসেই পাগল হয়ে গিয়েছে ছোট্ট আয়রা।

সৃজিত মুখার্জি ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এনএনআর/

Exit mobile version