Site icon Jamuna Television

ইভ্যালির অবসায়ন আবেদনকারী ১১ বিবাদীর হাজিরা ৩০ সেপ্টেম্বর

ইভ্যালি অবসায়ন সংক্রান্ত আবেদনে ১১ জন বিবাদীকে আগামী ৩০ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি খুরশিদ আলমের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে তাদের হাজিরা দিতে হবে। এর আগে নির্ধারিত সময়ে পণ্য বুঝে না পাওয়া এক গ্রাহক কোম্পানিটির অবসায়ন চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন।

সব শুনে কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকদের দায়দেনা নিষ্পত্তি করে ইভ্যালির অবসায়নের প্রক্রিয়া কেন শুরু হবে না মর্মে রুল জারি করেন উচ্চ আদালত। এছাড়া ইভ্যালির কোনো সম্পদ বিক্রি ও হস্তান্তরের ওপরও নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।

Exit mobile version