Site icon Jamuna Television

সিদ্ধার্থের মৃত্যুশোক নিয়েই শুটিং ফ্লোরে ফিরছেন শেহনাজ!

সিদ্ধার্থের মৃত্যুশোক নিয়েই শুটিং ফ্লোরে ফিরছেন শেহনাজ!

ছবি: সংগৃহীত

গত ২ সেপ্টেম্বর সকালের পর পাল্টে গিয়েছে শেহনাজের গিলের জগৎ। যেন ঝড় এসে তার সমস্ত পরিকল্পনা, স্বপ্ন ভেস্তে দিয়েছে। প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কেবল তার ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গিয়েছে, শেহনাজ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। শেহনাজের অনুরাগীরা শেষ বার তাকে সিদ্ধার্থের শেষকৃত্যে দেখেছিলেন। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন শেহনাজ। খবর আনন্দবাজার পত্রিকার।

দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে ‘হঁসলা রাখ’ ছবিতে অভিনয় করার কথা ছিল শেহনাজের। জানা যায়, চলতি মাসের শেষেই ছবির কাজ শুরু হবে। আরও জানা যায়, প্রথম থেকে শেহনাজ এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তাকে ছাড়া কাজ শুরু হবে না।

গত ১৫ সেপ্টেম্বর একটি গানের দৃশ্য শুট করার কথা ছিল। কিন্তু তখনও সেটে ফেরার ক্ষমতা অর্জন করেননি শেহনাজ। তাই পিছিয়ে দেওয়া হয়েছে তারিখ। মাসের শেষে সেই গানটি শুট করা হবে। তার পরে ছবির কাজ।

এ বিষয়ে ছবির প্রযোজক বলেন, শেহনাজের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এছাড়া শেহনাজের সম্পর্কে সমস্ত তথ্য সহযোগীর কাছ থেকেই পাচ্ছেন প্রযোজক।

এনএনআর/

Exit mobile version