Site icon Jamuna Television

রোহিঙ্গাদের জন্য তহবিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য আরো ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করলো যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) নতুন এই ঘোষণা জানান জাতিসংঘে নিয়োজিত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড।

এক বিবৃতিতে তিনি বলেন, ২০১৭ থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দেড়শো কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবমিলিয়ে ১২০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, স্যানিটেশন ইত্যাদি খাতে ব্যয় করা হয় এই অর্থ।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিমূর্লে ভয়াবহ নৃশংসতা চালায় তাদের সেনাবাহিনী। সেসময় দমনপীড়নের মুখে লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়।

Exit mobile version