Site icon Jamuna Television

বকেয়া বেতনের জন্য শ্রমিকদের আন্দোলনে পুলিশের বাধা, আহত ১০

নারায়ণগঞ্জের কাচপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সোনারগাঁওয়ের কাচপুরে দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওপেক্স-সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনরতরা। পরে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের কথা বলে গত কয়েকদিন ধরে টালবাহানা করছে মালিকপক্ষ। এ নিয়ে মালিকপক্ষের সাথে কথা বলতে গেলে চাকরি থেকে ছাঁটাইয়ের ভয় দেখানো হয় বলে অভিযোগ শ্রমিকদের। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

Exit mobile version