Site icon Jamuna Television

৫/৭ দিনের মধ্যে এক কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৫/৭ দিনের মধ্যে এক কোটির অধিক মানুষকে ভ্যাকসিন দিতে বিশাল প্রোগ্রাম হাতে নিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, সরকার শক্ত হাতে করোনা মোকাবেলা করেছে। করোনায় পৃথিবীতে কম মৃত্যুহারের দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এদেশে করোনায় মরে কেউ রাস্তায় পড়ে থাকেনি, অক্সিজেনেরও অভাব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তবে করোনাকালে অনেকেই বেকার হয়েছে বলে স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, বিমানবন্দরে অবকাঠামোগত কারণে ল্যাব বসাতে দেরি হয়েছে। তবে বেশ কয়েকটি ল্যাব বসানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুই চারদিনের মধ্যে ফুল ফেজে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version