Site icon Jamuna Television

দেশে কিশোর অপরাধ পশ্চিমা দেশের মতো বাড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমা দেশের মতো ততো বাজে অবস্থায় দেশে কিশোর অপরাধ বাড়েনি। তবুও উল্লেখযোগ্য ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারে কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র‍্যাবের নির্মিত বিজ্ঞাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অভিভাবকরা সন্তানদের খেয়াল না করলে তারা একদিন শেষ হয়ে যাবে। সন্তানদের সময় দেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, সন্তানদের ওপর বাবা-মায়ের নিয়ন্ত্রণ কম। কিশোর অপরাধ দমনে অভিভাবকদের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, বাবা-মায়ের অতি আদরে বিগড়ে যাচ্ছে শিশুরা। তাদেরকে নৈতিক ও মূল্যবোধ শিক্ষা দেয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক বলেন, কিশোর অপরাধীদের মধ্যে বড়রাও থাকে। কিশোর অপরাধ দমনে কঠোর হওয়ার কথা বলেন তিনি।

Exit mobile version