Site icon Jamuna Television

‘রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে’

দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো হবে নাম ও সাইনবোর্ডসর্বস্ব রাজনৈতিক শক্তি। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্বশূন্য হয়ে পড়বে। এভাবে বহুদলীয় গণতন্ত্র বিকশিত হতে পারে না বলেও মন্তব্য করেন জিএম কাদের।

সংবিধান ও গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। কিন্তু সরকার ও প্রশাসনের চাপে নির্বাচনে টিকতে না পেরে দলগুলো সমর্থকহীন হয়ে পড়ছে। দেশের মানুষও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version