Site icon Jamuna Television

এক বছরে প্রতি সপ্তাহে একই নম্বরের টিকিট কিনে অবশেষে ৫ কোটি জিতলেন তরুণী

প্রতীকী ছবি।

বায়ান্ন সপ্তাহ পরে ভাগ্যের শিকে ছিঁড়ল। লাগাতার একই নম্বরের লটারির টিকিট কিনতেন এক তরুণী। কিন্তু কোনও বারই পুরস্কার পেতেন না। অবশেষে পেলেন। তাও আবার ৫ কোটি টাকা।
ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগানে। তরুণীর নাম জানা যায়নি। শুধু জানা গেছে তিনি ওকল্যান্ড কাউন্টির বাসিন্দা। মিশিগানলটারি.কম নামের একটি লটারি প্রতিষ্ঠান থেকে অনলাইনে টিকিট কিনতেন তিনি।

সংবাদমাধ্যমকে তরুণী বলেন, এক বছর আগে থেকে প্রতি সপ্তাহে আমি টিকিট কিনি। প্রতি বার একই নম্বরের টিকিট কিনি। অনলাইনেই ড্র হয়। এই সপ্তাহে জ্যাকপটে আমার টিকিটের নম্বর দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি। সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠানে ফোন করি। তারা জানায়, আমি জ্যাকপট পেয়েছি।

ইতোমধ্যেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন তরুণী। সেই টাকা দিয়ে কী করবেন তা এখনও ঠিক করে না উঠতে পারলেও পরিবারের সঙ্গে বেড়াতে যেতে চান বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version