Site icon Jamuna Television

ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট এলাকায় তীব্র ভাঙন

পদ্মার তীব্র স্রোতে ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

স্থানীয়রা জানান, গত তিনদিন ধরেই ভাঙছে নৌবন্দর এলাকা। গতরাতে সিসি ব্লক বাঁধের পাশের অন্তত ৫০ মিটার অংশে ধস নামে। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী জানান, খবর পেয়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন তারা।

তবে তীব্র স্রোত আর পানির গভীরতা বেশি থাকায়, স্থায়ী কাজ করা সম্ভব হচ্ছে না। পানি কমলে নৌ বন্দর রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সহকারি প্রকৌশলী।

Exit mobile version